বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তার ছবি মুক্তি মানেই ভিন্নতা। থাকবে নতুন চমক। এই নতুন চমক দেখতেই আশা নিয়ে বসেছিলেন সবাই। ‘থাগস অব হিন্দুস্থান’ অন্য রকম কিছু হবে। কিন্তু হলো না। আশার গুড়েবালি! মুক্তির প্রথম দিনে ভারতীয় সিনেমার বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেও (৫২ কোটি ২৫ লাখ রুপি) দর্শকদের মন জয় করতে পারেনি ছবিটি। তাই ফ্লপের তালিকাতেই যাচ্ছে আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অব হিন্দুস্থান’।
ছবিটি এমনকি বর্তমানে মুখ থুবড়ে পড়ার দায় পুরোটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন আমির। ‘থাগস অব হিন্দুস্থান’এর ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। সোমবার এক সাক্ষাৎকারে আমির খান বলেছেন যে, ‘এই ছবি যে দর্শক নেননি তার সমস্ত দায়িত্ব আমি আমার কাঁধে নিচ্ছি। আমার মনে হয় আমাদের কোথাও একটা ভুল হয়ে গিয়েছে এবং কাউকে না কাউকে তো সে দায়িত্ব নিতে হবে। আমি নিলাম সে দায়িত্ব। তবে এটা বলতে পারি যে আমরা সবাই প্রাণ দিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু কোথাও একটা ভুল হয়েছে।’
আমির খান আরও বলেন, ‘অনেকেই ছবিটিকে পছন্দ করেছেন। কিন্তু তাদের সংখ্যা অপছন্দকারীদের সংখ্যার চেয়ে কম। বলা যায় বেশির ভাগ মানুষই ছবিটিকে পরিত্যাগ করেছেন। দর্শকরা অনেক আশা নিয়ে ছবিটি সবাই দেখতে এসেছিলেন কিন্তু তাদের আশা আমি পূরণ করতে পারিনি। এ জন্য ক্ষমা প্রার্থী। ’
বিবি/রেআ


























