আজ ২৯ নভেম্বর অভিনেতা নাঈমের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কোনো শুটিং রাখেননি তিনি। শুধুমাত্র আজ সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভির তারকালাপ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বাকিটা সময় তিনি পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গেই কাটাবেন।
জন্মদিন নিয়ে আর বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে নাঈম বলেন, আমার ভাগ্নে মুয়াজের বয়স মাত্র তিন বছর। তার কাছ থেকে শুনেছি কী যেন সারপ্রাইজ প্রোগ্রাম আছে। মুয়াজ আমাকে বলেছে যে, মামা তোমার জন্য সারপ্রাইজ আছে, তুমি আসো। আমরা মোমবাতি জ্বালিয়ে রাখব, তারপর তোমার বার্থ ডে হয়ে যাবে। এ ছাড়াও আমার জন্মদিনে আমার সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছে আমার স্কুল জীবনের বন্ধু কল্যাণ। আমার আরেক বন্ধু ফারুকীও থাকবেন সঙ্গে। তিন বন্ধু একসঙ্গে চুটিয়ে আড্ডা দেয়ারও পরিকল্পনা আছে।
বিবি/রেআ


























