ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জাতিয়াতির অভিযোগে আটজনকে আটক করেছে সিআইডি। আটকদের মধ্যে সাতজনই ঢাবির শিক্ষার্থী বলে জানিয়েছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান।
মঙ্গলবার সকালে তিনি জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত ১৩ অক্টোবর ‘ডিজিটাল জালিয়াতির’ দায়ে ১২ ভর্তি পরীক্ষার্থীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিজিটাল ডিভাইসসহ ১৫ জনকে আটক করে পুলিশে দেয়া হয়।























