০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সুন্দরবনে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত ১

সুন্দরবনের ভায়রার খাল এলাকায় পুলিশের সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধে লাশ ওরফে গামা মণ্ডল (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১১ জেলেকে উদ্ধার এবং দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি নৌকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, তিনি দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে বনদস্যু পলাশ মণ্ডলসহ মুন্না বাহিনীর সদস্যরা এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ ঘটনায় কয়রা থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্না বাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক গোলাগুলির এক পর্যায়ে মুন্না বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বনদস্যু পলাশ মণ্ডলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

সুন্দরবনে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত : ০৯:২৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭

সুন্দরবনের ভায়রার খাল এলাকায় পুলিশের সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধে লাশ ওরফে গামা মণ্ডল (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১১ জেলেকে উদ্ধার এবং দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি নৌকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, তিনি দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে বনদস্যু পলাশ মণ্ডলসহ মুন্না বাহিনীর সদস্যরা এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ ঘটনায় কয়রা থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্না বাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক গোলাগুলির এক পর্যায়ে মুন্না বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বনদস্যু পলাশ মণ্ডলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।