মূল্য সূচকের সামান্য উত্থানে বুধবার লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে। অন্যদিকে লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতে।
এদিকে বুধবার ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। একই অবস্থা সিএসইতে। সিএসই’র ও লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হলেও ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা কমে বুধবার তা দাঁড়ায় ৮৯৮ কোটি ৫২ হাজার টাকায়।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

























