বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস)- এর উদ্যোগে ‘পিতার জন্য গান’ শীর্ষক এক লিরিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৪ আগস্ট প্রফেসর হাবিবুল্লাহ কনফারেন্স হলে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান।
ডিইউবিএসের সভাপতি তানভীর আলম ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ডিইউবিএস-এর মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম, শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সংগীত শিল্পী শফিক তুহিন।
ব্যান্ড সোসাইটির এ উদ্যোগকে সাধুবাধ জানিয়ে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু এমনই একজন মহান ব্যক্তি যিনি সারাজীবন দেশের জন্য, মানুষের জন্য ও সমাজের জন্য কাজ করে গেছেন। সংগীতের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারণ করার এরকম সৃজনশীল উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং একটি উত্তম পন্থা।
এ প্রতিযোগিতা আগামী ১৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত চলবে। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ লিরিক্স রচয়িতাকে পুরস্কৃত করা হবে এবং সেটি নিয়ে বঙ্গবন্ধুর উপর একটি গান রচনা করা হবে। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন ‘শিরোনামহীন ব্যান্ড’-এর প্রতিষ্ঠাতা ও বেজ গিটারিস্ট জিয়াউর রহমান এবং সংগীত শিল্পী শফিক তুহিন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























