কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১৬২৫ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, নোয়াখালী সেনবাগ এলাকার খাইরুল ইসলাম মানিক (২৩) ও উখিয়া টিএনপি কলেজ গেইট এলাকার জমির উদ্দিন (২৮)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।





















