রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার ৬ থেকে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। কেবলমাত্র মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
এই সংকট সমাধানে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। রোহিঙ্গা ফেরতে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চলছে জানিয়ে এ বিষয়ে বর্হিবিশ্বের সমর্থন বাংলাদেশের পক্ষে বলেও জানান প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী, নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনা সদস্যদের কাজ করার নির্দেশ দেন।
এর আগে কোর অব মিলিটারি পুলিশ-সিএমপি স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে সিএমপি কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০১৭ এর কুচকাওয়াজ ও সশস্ত্র সালাম গ্রহণ করেন তিনি। এসময় তিন বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















