মিয়ানমারের রাখাইনে গত আগস্টে দেশটির সেনাবাহিনীর নিপীড়নে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তিতে সই করেছে।
বৃহস্পতিবার দুপুরে দেশটির রাজধানী নেপিদো’তে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়।
কিন্তু বহুল প্রতীক্ষিত এ চুক্তি সই হলেও এতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যেই প্রত্যাবাসন সম্পন্ন হবে।

বাংলাদেশের হয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চুক্তিতে সই করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ আলোচনার পর চুক্তিতে সই হলো। তারা রোহিঙ্গাদের ফেরত নেবে। এখন কাজটা শুরু করতে হবে।
১০ লাখের কাছাকাছি আসা রোহিঙ্গা ফেরাতে কতদিন লাগবে জানতে চাইল তিনি বলেন, কাজটা শুরু করাই বড় কথা ছিল। কতদিন লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ রাখাইনে যেখান থেকে রোহিঙ্গারা পালিয়ে এসেছেন তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া; সেগুলো তৈরি করতে হবে।
এর বেশি তিনি আর কথা বলেননি। কেবল বলেছেন, পরশু দিন ঢাকায় ব্রিফ করা হবে।
আগামী শনিবার এ বিষয়ে ঢাকায় সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরা হবে।
রোহিঙ্গাদের ফেরতের ইস্যু ছাড়াও নাফ নদীর সীমানা রেখা বিনিময় বিষয়ক আরো একটি চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
























