০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ডাকসুর নির্বাচন চেয়ে শিক্ষার্থীর ‘অনশন’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে ‘অনশন’ করছেন ওয়ালিদ আশরাফ নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর (সান্ধ্যকালীন) শিক্ষার্থী।

আজ সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, স্মৃতি চিরন্তনের সামনে বসে আছেন ওয়ালিদ। গত শনিবার বিকেল ৫টায় এ অনশন শুরু করেছেন। এরই মধ্যে ৫০ ঘণ্টা যাবৎ অনশন করছেন বলে জানান তিনি।

ওয়ালিদ জানান, ডাকসু নির্বাচনের দাবিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনশন তিনি চালিয়ে যাবেন। কেবল পানি খেয়ে দিন পার করছেন বলে জানিয়েছেন তিনি।

ওয়ালিদ আশরাফ বলেন, দীর্ঘ ২৭ বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে। ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থেই ডাকসুকে অচল করে রেখেছে। তিনি বলেন, ‘আমি দেশের স্বার্থে যে-কোনো কিছুই করতে পারি। এমনকি জীবনও দিতে দ্বিধাবোধ করব না। ডাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার বিকাশ ও অধিকার আদায়ের মঞ্চ।’ বর্তমান প্রজন্মের সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে না পারায় তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়ালিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সেখানে অবস্থান করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৌফিক হোসাইন, তানভীর হাসান, মাহদী হাসান অপু ও আবু রায়হান খান।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ডাকসুর নির্বাচন চেয়ে শিক্ষার্থীর ‘অনশন’

প্রকাশিত : ০৮:৩৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে ‘অনশন’ করছেন ওয়ালিদ আশরাফ নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর (সান্ধ্যকালীন) শিক্ষার্থী।

আজ সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, স্মৃতি চিরন্তনের সামনে বসে আছেন ওয়ালিদ। গত শনিবার বিকেল ৫টায় এ অনশন শুরু করেছেন। এরই মধ্যে ৫০ ঘণ্টা যাবৎ অনশন করছেন বলে জানান তিনি।

ওয়ালিদ জানান, ডাকসু নির্বাচনের দাবিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত অনশন তিনি চালিয়ে যাবেন। কেবল পানি খেয়ে দিন পার করছেন বলে জানিয়েছেন তিনি।

ওয়ালিদ আশরাফ বলেন, দীর্ঘ ২৭ বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে। ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থেই ডাকসুকে অচল করে রেখেছে। তিনি বলেন, ‘আমি দেশের স্বার্থে যে-কোনো কিছুই করতে পারি। এমনকি জীবনও দিতে দ্বিধাবোধ করব না। ডাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার বিকাশ ও অধিকার আদায়ের মঞ্চ।’ বর্তমান প্রজন্মের সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে না পারায় তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়ালিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সেখানে অবস্থান করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৌফিক হোসাইন, তানভীর হাসান, মাহদী হাসান অপু ও আবু রায়হান খান।