চাঁপাইনবাবগঞ্জের নির্জন চরের জঙ্গি আস্তানায় তিনজনের ক্ষতবিক্ষত লাশ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোররাত থেকে ঘিরে রাখা ওই বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখানে থেকে ক্ষত-বিক্ষত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্কিয়কারী দল। এছাড়া তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে সেখান থেকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে এক দম্পতিসহ তিনজনকে।
আটকরা হলেন, বাথানবাড়ির মালিক রাশিকুল ইসলাম (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও শ্বশুর মো. খুরশেদ (৫৫)।
বাড়িটিতে কাজ করছে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। র্যাব বলছে, ‘জঙ্গি আস্তানাটির’ আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কোনো বাড়িঘর নেই। এই চরে অতিথি পাখির ছবি তুলবে বলে কয়েক মাস আগে দুজন ব্যক্তি বাড়িটি ভাড়া নেন।
র্যাবের রাজশাহী সদর কোম্পানির অধিনায়ক আশরাফুল আলম বলেন, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বাড়িটি তারা ঘিরে ফেলেন। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য র্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু ‘জঙ্গিরা’ ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়। এতে বাড়িটিতে আগুন লেগে যায়।




















