০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত “লেখক “মেহেদী হাসান লিমন

আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবীটা তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার… হ্যা আজ তরুণ “আমার কাছে তুমি অন্যরকম” গানের লেখক মেহেদী হাসান লিমন এর শুভ জন্মদিন…. ঘড়িতে ১২.০১ মিনিট বাজার সাথে সাথে জনপ্রিয় সোসাল সা্ইট ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল বন্ধুমহল ও শুভাকাঙ্খীরা। এরই মধ্যে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই জনপ্রিয় লেখক।

তিনি বেশ কয়েকটি জনপ্রিয় গান লিখেছেন- তার মধ্যে ” আমার কাছে তুমি অন্যরকম- যেই গানে কন্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটি খুব অল্প সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বর্তমান প্রজন্মের কাছে তুমুল “মেহেদী হাসান লিমন” এবং তার লেখা গান।

আজকের এই দিনে মেহেদী বলেন, অনেক শুভেচ্ছাবার্তা পাচ্ছি । আমার ছবি, শুভেচ্ছাবার্তা দেয়ালে লাগিয়ে কেক নিয়ে তোলা ছবিতে আমাকে ফেসবুক প্রোপ্রাইলে ট্যাগ করা হচ্ছে। কেউ আবার ভিডিও পাঠাচ্ছেন। অনেকে আমার সাথে আগে যোগাযোগ করতে পারছেন না! অথচ বিশেষ দিনে ভালোবাসা জানাচ্ছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।
খুব ভালো লাগতেছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত “লেখক “মেহেদী হাসান লিমন

প্রকাশিত : ০৯:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯

আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবীটা তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার… হ্যা আজ তরুণ “আমার কাছে তুমি অন্যরকম” গানের লেখক মেহেদী হাসান লিমন এর শুভ জন্মদিন…. ঘড়িতে ১২.০১ মিনিট বাজার সাথে সাথে জনপ্রিয় সোসাল সা্ইট ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল বন্ধুমহল ও শুভাকাঙ্খীরা। এরই মধ্যে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই জনপ্রিয় লেখক।

তিনি বেশ কয়েকটি জনপ্রিয় গান লিখেছেন- তার মধ্যে ” আমার কাছে তুমি অন্যরকম- যেই গানে কন্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটি খুব অল্প সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বর্তমান প্রজন্মের কাছে তুমুল “মেহেদী হাসান লিমন” এবং তার লেখা গান।

আজকের এই দিনে মেহেদী বলেন, অনেক শুভেচ্ছাবার্তা পাচ্ছি । আমার ছবি, শুভেচ্ছাবার্তা দেয়ালে লাগিয়ে কেক নিয়ে তোলা ছবিতে আমাকে ফেসবুক প্রোপ্রাইলে ট্যাগ করা হচ্ছে। কেউ আবার ভিডিও পাঠাচ্ছেন। অনেকে আমার সাথে আগে যোগাযোগ করতে পারছেন না! অথচ বিশেষ দিনে ভালোবাসা জানাচ্ছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।
খুব ভালো লাগতেছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ