০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ছাত্রদলের উপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের উপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক বারোটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তিযুদ্ধ মঞ্চের সম্মেলন চলাকালে ছাত্রদল মধুর ক্যান্টিনে প্রবেশ করে মেঝেতে বসে পড়ে।সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা বেরিয়ে পড়লে মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন ছাত্রদলের উপর হামলা করে। তাদের সাথেই হামলায় জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা পরে তাদের সাথে যোগ হয় ছাত্রলীগের কিছু কর্মী।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের ফেসবুক নিয়ে হওয়া সমস্যা নিয়ে সাংবাদিক সমিতিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন শেষে তারা মধুর ক্যান্টিনে আসলে তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।

এতে ছাত্রদলের কয়েকজন নেতা কর্মী আহত হন। আহতদের মধ্যে, মামুন খান, শাহজাহান শাওন, তারেক হাসান মামুন এবং নাইম হাসানের নাম জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।

ছাত্রদলের সংবাদ সম্মেলনঃ
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজায়) ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের ফেসবুক বায়োতে ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ লেখা নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন, আমার কোন ফেসবুক একাউন্ট নেই। তাই এই লেখাটি আমার লেখার প্রশ্নই উঠে না।

ছাত্রলীগের নেতাদের প্রতি প্রশ্ন করে বলেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নামে অনেকগুলো ফেইক আইডি আছে সেগুলো থেকে কোন অপপ্রচার চালালে তার দায়ভার কি তারা নেবে?

তার নামে থাকা ফেইক আইডিগুলো যারা পরিচালনা করছে তাদেরকে শণাক্ত করে আইনের আওতায় আনয়নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করেন তিনি।

মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণাঃ
ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। তাদেরকে যেখানেই পাবে প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা কর্মীরা। আজ দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন মঞ্চের পক্ষ হতে তিনটি দাবি তুলে ধরেন। দাবি তিনটি হলো;
১. বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে সমর্থন করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া এবং মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করার অপরাধে ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামল অবিলম্বে গ্রেপ্তার করতে হবে
২. বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে অবমাননাকারী জামাত-বিএনপি, শিবির-ছাত্রদলের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে
৩৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ছাত্রদলের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

ছাত্রদলের উপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

প্রকাশিত : ০২:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের উপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক বারোটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তিযুদ্ধ মঞ্চের সম্মেলন চলাকালে ছাত্রদল মধুর ক্যান্টিনে প্রবেশ করে মেঝেতে বসে পড়ে।সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা বেরিয়ে পড়লে মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন ছাত্রদলের উপর হামলা করে। তাদের সাথেই হামলায় জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা পরে তাদের সাথে যোগ হয় ছাত্রলীগের কিছু কর্মী।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের ফেসবুক নিয়ে হওয়া সমস্যা নিয়ে সাংবাদিক সমিতিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন শেষে তারা মধুর ক্যান্টিনে আসলে তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।

এতে ছাত্রদলের কয়েকজন নেতা কর্মী আহত হন। আহতদের মধ্যে, মামুন খান, শাহজাহান শাওন, তারেক হাসান মামুন এবং নাইম হাসানের নাম জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।

ছাত্রদলের সংবাদ সম্মেলনঃ
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজায়) ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের ফেসবুক বায়োতে ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ লেখা নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন, আমার কোন ফেসবুক একাউন্ট নেই। তাই এই লেখাটি আমার লেখার প্রশ্নই উঠে না।

ছাত্রলীগের নেতাদের প্রতি প্রশ্ন করে বলেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নামে অনেকগুলো ফেইক আইডি আছে সেগুলো থেকে কোন অপপ্রচার চালালে তার দায়ভার কি তারা নেবে?

তার নামে থাকা ফেইক আইডিগুলো যারা পরিচালনা করছে তাদেরকে শণাক্ত করে আইনের আওতায় আনয়নের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করেন তিনি।

মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণাঃ
ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। তাদেরকে যেখানেই পাবে প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা কর্মীরা। আজ দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন মঞ্চের পক্ষ হতে তিনটি দাবি তুলে ধরেন। দাবি তিনটি হলো;
১. বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে সমর্থন করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া এবং মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করার অপরাধে ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামল অবিলম্বে গ্রেপ্তার করতে হবে
২. বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে অবমাননাকারী জামাত-বিএনপি, শিবির-ছাত্রদলের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে
৩৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ছাত্রদলের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ