০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়ার মাঝপদ্মায় ৫ ফেরি আটকা পড়েছে

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে পাঁচটি ফেরি আটকা পড়েছে। বুধবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় মাঝে মধ্যে দু’একটি করে ফেরি চালু রাখার চেষ্টা করা হয় বলেও জানায় ফেরিঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যরাত থেকে নদীতে প্রচুর কুয়াশা পড়তে শুরু করে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরো জানান, তবে মাঝে মধ্যে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু এতে করেও ফেরি পারাপার স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। বরং নৌরুটের মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে ছোট-বড় মিলে চার/পাঁচটি ফেরি আটকা পড়েছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি হয়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে ফেরি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ঘাট এলাকায় কয়েকশ’ যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়ার মাঝপদ্মায় ৫ ফেরি আটকা পড়েছে

প্রকাশিত : ০৯:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে পাঁচটি ফেরি আটকা পড়েছে। বুধবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় মাঝে মধ্যে দু’একটি করে ফেরি চালু রাখার চেষ্টা করা হয় বলেও জানায় ফেরিঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যরাত থেকে নদীতে প্রচুর কুয়াশা পড়তে শুরু করে। যে কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরো জানান, তবে মাঝে মধ্যে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু এতে করেও ফেরি পারাপার স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। বরং নৌরুটের মাঝপদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে ছোট-বড় মিলে চার/পাঁচটি ফেরি আটকা পড়েছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি হয়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে ফেরি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ঘাট এলাকায় কয়েকশ’ যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।