রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক ১২ তলা ভবনে শনিবার সকাল ৯টার দিকে আগুন লাগে। এ ঘটনায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে এক নারী মারা গেছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল জানান, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডি ৬/এ এলাকায় ঈদগাহ মাঠের পাশের ১২ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ১০টা ১০মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নিহত নারীর পরিচয় পাওয়া গেছে।
দুপুরে ওই নারীর মরদেহ শনাক্ত করেন গৃহকর্ত্রী অধ্যাপক ডা. আশরাফুন্নেছা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের গাইনী ওয়ার্ডের বিভাগীয় প্রধান। ভবনের আটতলায় থাকেন। ঘটনার সময় তিনি হাসপাতালে ছিলেন।
আশরাফুন্নেছা বলেন, ওই নারীর নাম জামিলা কুটি (৬০)। তার স্বামীর নাম মৃত সাহেব আলী। গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে। তিনি এক মাস ধরে আমার বাসায় কাজ করছেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় জামিলা সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























