নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুর (হাফরাস্তা) এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে কেন এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি।





















