০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

হলি আর্টিজান মামলার চার্জশিট এ মাসেই

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, চলতি মাসেই হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, গুলশানের হলি আর্টিজান মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সাগর, রিপন, আকরাম ও খালিদ নামের আসামিরা পলাতক। তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আসামি সাগর। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, পলাতক আসামিদের গ্রেফতার না করাও হলেও চলতি মাসে তাদের পলাতক দেখিয়ে চার্জশিট দেয়া হবে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে আসলাম হোসেন রাশেদ ওরফে র‌্যাশ নামের এক আসামিকে নাটোর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়।

সেই সময় সংবাদ সম্মেলন করে মনিরুল ইসলাম জানিয়েছিলেন, গুলশানের হলি আর্টিজান হামলার মুল হোতা জঙ্গি তামিম চৌধুরীর ঘনিষ্টজন ছিল রাশেদ। সে ওই হামলার অন্যতম পরিকল্পনাকারীও। হলি আর্টিজান হামলায় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেইসব অস্ত্র সরবরাহ করেছে রাশেদ এবং হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও দিয়েছে সে।

এছাড়াও হামলার আগে ঘটনাস্থল রেকি করা এবং বন্ধুসরা এলাকায় বাসা ভাড়া করতে সহযোগিতা করেছিল রাশেদ। তার জবানবন্দির রেকর্ড হওয়ার পরই হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় চালায় বন্দুকধারী সস্ত্রাসীরা। এ ঘটনায় ওই রাতেই কয়েকজন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। এমনকি উদ্ধার অভিযানে পরিচালনা করার সময় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছিলেন।

পরে পরদিন সকালে যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে মারা যায় পাঁচ জঙ্গি। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায়ও স্বীকার করেছিল।

পুলিশও গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১(৭)১৬। ওই মামলায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

এছাড়াও রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গিকে। তাকেও গুলশানের হলি আর্টিজান মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তিনি এ মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

হলি আর্টিজান মামলার চার্জশিট এ মাসেই

প্রকাশিত : ০২:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, চলতি মাসেই হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, গুলশানের হলি আর্টিজান মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সাগর, রিপন, আকরাম ও খালিদ নামের আসামিরা পলাতক। তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আসামি সাগর। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, পলাতক আসামিদের গ্রেফতার না করাও হলেও চলতি মাসে তাদের পলাতক দেখিয়ে চার্জশিট দেয়া হবে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে আসলাম হোসেন রাশেদ ওরফে র‌্যাশ নামের এক আসামিকে নাটোর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়।

সেই সময় সংবাদ সম্মেলন করে মনিরুল ইসলাম জানিয়েছিলেন, গুলশানের হলি আর্টিজান হামলার মুল হোতা জঙ্গি তামিম চৌধুরীর ঘনিষ্টজন ছিল রাশেদ। সে ওই হামলার অন্যতম পরিকল্পনাকারীও। হলি আর্টিজান হামলায় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেইসব অস্ত্র সরবরাহ করেছে রাশেদ এবং হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও দিয়েছে সে।

এছাড়াও হামলার আগে ঘটনাস্থল রেকি করা এবং বন্ধুসরা এলাকায় বাসা ভাড়া করতে সহযোগিতা করেছিল রাশেদ। তার জবানবন্দির রেকর্ড হওয়ার পরই হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় চালায় বন্দুকধারী সস্ত্রাসীরা। এ ঘটনায় ওই রাতেই কয়েকজন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। এমনকি উদ্ধার অভিযানে পরিচালনা করার সময় দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছিলেন।

পরে পরদিন সকালে যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে মারা যায় পাঁচ জঙ্গি। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায়ও স্বীকার করেছিল।

পুলিশও গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১(৭)১৬। ওই মামলায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

এছাড়াও রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গিকে। তাকেও গুলশানের হলি আর্টিজান মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তিনি এ মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছেন।