ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি সরকার ও ইরানি জনগণের সঙ্গে শত্রুদের বিরামহীন ষড়যন্ত্র মোকাবেলা করার উপায় হলো দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রোববার দুপুরে সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ মালেক আশতার ফেস্টিভালে পুরস্কৃতদের দেয়া সাক্ষাৎ অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনীকে চিন্তায়, কাজে এবং সংকল্পে দৃঢ় ও সর্বোন্নত হতে হবে যাতে শত্রুতা মোকাবেলা করে দেশ ও জাতির অভেদ্য অবস্থান অক্ষুন্ন থাকে।
মালেক আশতার ফেস্টিভাল আয়োজনের প্রশংসা করে সর্বোচ্চ নেতা বলেন: সাফল্যের জন্য প্রয়োজন অদম্য গতিতে সামনে এগিয়ে যাওয়া। সুতরাং সবাইকে নিজ দায়িত্ব পালনে সবসময় সচেষ্ট থাকতে হবে।
ফেস্টিভালের নামকরণের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে বলে সর্বোচ্চ নেতা বলেন, আমিরুল মোমেনিন আলী (আ) এর কমান্ডার মালেক আশতারের গুণাবলি সশস্ত্র বাহিনীর অন্তরাত্মায় বিকশিত করতে হবে। শৌর্য-বীর্য, শক্তি সামর্থ্য, ইবাদাত-বন্দেগি এবং তাকওয়া ও আধ্যাত্মিক সুষমায় মালেক আশতার ছিলেন অনন্য সাধারণ এক দায়িত্বশীল সৈনিক।
সর্বোচ্চ নেতার বক্তব্যের আগে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ ফ্রন্টের বিজয়ের জন্য অভিনন্দন জানান। অষ্টম মালেক আশতার ফেস্টিভালে ৫২ জন সেনা কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে বলেও জানান তিনি।


























