০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের ফুটপাত দখলমুক্তকরণে অভিযান

ময়মনসিংহ শহরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত দখল করে অাছে ছোট-বড় ব্যবসায়ীরা। গাঙ্গিনারপাড়সহ অনেক পয়েন্টে দীর্ঘদিন যাবৎ হকাররা রাস্তা দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে থাকে।

ফলে মার্কেটে আসা লোকজনের অসুবিধার মুখে পরতে হয়। অন্যদিকে হকাররা বলছে,তাদেরকে নির্দিষ্ট জয়গার ব্যবস্থা না করে দিলে পরিবার পরিজন নিয়ে বেচে থাকা কঠিন।

এসকল বিষয় মাথায় রেখে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক প্রায়ই অভিযান পরিচালিত হচ্ছে।জনদুর্ভোগ লাঘবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চরপাড়া মোড় থেকে ভাটিকাশর মোড় পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট আইনে জরিমানা আদায় করা হয়। এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ময়মনসিংহের ফুটপাত দখলমুক্তকরণে অভিযান

প্রকাশিত : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯

ময়মনসিংহ শহরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত দখল করে অাছে ছোট-বড় ব্যবসায়ীরা। গাঙ্গিনারপাড়সহ অনেক পয়েন্টে দীর্ঘদিন যাবৎ হকাররা রাস্তা দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে থাকে।

ফলে মার্কেটে আসা লোকজনের অসুবিধার মুখে পরতে হয়। অন্যদিকে হকাররা বলছে,তাদেরকে নির্দিষ্ট জয়গার ব্যবস্থা না করে দিলে পরিবার পরিজন নিয়ে বেচে থাকা কঠিন।

এসকল বিষয় মাথায় রেখে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক প্রায়ই অভিযান পরিচালিত হচ্ছে।জনদুর্ভোগ লাঘবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চরপাড়া মোড় থেকে ভাটিকাশর মোড় পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট আইনে জরিমানা আদায় করা হয়। এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ