মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ১৭ জেলে দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঊপকূলরক্ষা বাহিনী-কোস্টগার্ড। বাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা শুক্রবার দুপুরে ওই জেলেদের কোস্টগার্ডের হাতে তুলে দিতে যাত্রা করেছেন।
জেলেদের বুঝে নিতে দুই দেশের জলসীমায় অপেক্ষা করছেন কোস্টগার্ড সদস্যরা। তাদের আসতে আরও সময় লাগবে।
এর আগে বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিন সংলগ্ন মিয়ানমারের সমুদ্র সীমা থেকে তাদের আটক করে নিয়ে যান মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা।
হামিদুল বলেন, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েন ১৭ বাংলাদেশি জেলে।
এক পর্যায়ে তাদের বোটটি মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে আটক করে নিয়ে যায় সেদেশের নৌবাহিনী। বিষয়টি জানার পর মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করায় জেলেদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান