নিউজিল্যান্ডে হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো আরও ২ জন নিখোঁজ রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, অগ্ন্যুৎপাতে দগ্ধ হওয়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার এক হাসপাতালে তিনি মারা যান।
এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় দগ্ধ আরও ২০ জন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজিল্যান্ডের উদ্ধারকারী দল রবিরবার হোয়াইট আইল্যান্ডে ফের অভিযান চালালেও নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। ৮ পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা ৭৫ মিনিট ধরে হোয়াইট আইল্যান্ডের এক যায়গায়, যেখানে ধারণা করা হচ্ছিল এক জনের মৃতদেহ আছে সেখানে অভিযান চালায়।
দেশটির ডেপুটি পুলিশ কমিশনার মাইক ক্লিমেন্ট সাংবাদিকদের বলেছেন, জায়গাটিতে আমরা কোন মৃতদেহ খুঁজে পাইনি।
গত ১০ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরির সময় হোয়াইট আইল্যান্ডে ৪৭ জন পর্যটক ছিলেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান