আজ ১৫ ডিসেম্বর দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০১৯ প্রদান অনুষ্ঠান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানগণ যারা পিএসসি, এসএসসি, এইচএসসি ও পবিত্র কোরআনের হাফেজ ইত্যাদি ক্ষেত্রে মেধার পরিচয় দিয়েছেন এমন ৭১জনকে এই বৃত্তি প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার)সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ