১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

জাভেদ আখতারের বাসায় আরিফিন শুভ

২১ জানুয়ারি ভারতের মুম্বাইতে শুটিং শুরু হলো বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। এদিন মহরত অনুষ্ঠানে শিল্পী-কুশলীদের পাশে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা সংগীত পরিচালক শান্তনু মৈত্র। বিশেষ এই চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন শান্তনু। যদিও এই বিষয়ে ‘টু’ শব্দটিও করছে না টিম শ্যাম বেনেগাল। প্রশ্ন করলেই ভারতীয়-বাংলাদেশি নির্বিশেষে ইউনিটের সবাই জিভে দাঁত কেটে বলেন, ‘বলতে বারণ’!

এদিকে ছবির মহরত, শুটিং, শিল্পী, কুশলী আর সংগীত পরিচালকের নাম নিশ্চিত হওয়ার পর শনিবার মধ্যরাতে নতুন আভাস দিলেন আরিফিন শুভ। যিনি এই ছবির প্রধান চরিত্র তথা ‘বঙ্গবন্ধু’ হিসেবে হাজির হচ্ছেন। এদিন রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন ভারতের কিংবদন্তি গীতিকবি জাভেদ আখতারের সঙ্গে একটি ছবি।

বলিউডের এই কবির প্রতি শুভ তার মুগ্ধতার কথা জানালেন বিস্তারিত। কৃতজ্ঞতা প্রকাশ করে জাভেদ আখতারের প্রতি বললেন, ‘আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতোটা আবেগের, সেটি ভাষায় প্রকাশ করা ‍যাবে না। এই জাদুকরী সন্ধ্যায় আপনি ছিলেন আমার কাছে কেকের ওপর একটি চেরি ফলের মতো।’ ধারনা করা যায়, শনিবার সন্ধ্যায় শ্যাম বেনেগালের নেতৃত্বে জাভেদ আখতারের বাসায় দারুণ এক সন্ধ্যা কাটিয়েছে টিম ‘বঙ্গবন্ধু’। এবং ভেবে নেওয়া যায়, ছবিটির গান লেখার সূত্র ধরেই এই সন্ধ্যাটি এলো ঢাকাই নায়ক আরিফিন শুভর জীবনে। যিনি জাভেদ আখতারের লেখায় বুঁদ হয়ে আছেন ‘শোলে’ থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পর্যন্ত।
জাভেদ আখতারের সঙ্গে অসাধারণ এই সন্ধ্যা কাটানোর আরও বিস্তারিত গল্প এবং ‘বঙ্গবন্ধু’তে গান লেখার বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় আরিফিন শুভর সঙ্গে। তিনি হোয়াটসঅ্যাপে কোনও সাড়া দেননি। ‘বঙ্গবন্ধু’র শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি। ফলে মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও ২১ জানুয়ারি সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান সেরে ফেললেন।
ইতোমধ্যে বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী মুম্বাই পৌঁছেছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বাইতে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট ঢাকায় আসার কথা রয়েছে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’র শুটিং দেখতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের ভারতে যাওয়ার কথা রয়েছে। যাবেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও।

ট্যাগ :
জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

জাভেদ আখতারের বাসায় আরিফিন শুভ

প্রকাশিত : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

২১ জানুয়ারি ভারতের মুম্বাইতে শুটিং শুরু হলো বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। এদিন মহরত অনুষ্ঠানে শিল্পী-কুশলীদের পাশে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা সংগীত পরিচালক শান্তনু মৈত্র। বিশেষ এই চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন শান্তনু। যদিও এই বিষয়ে ‘টু’ শব্দটিও করছে না টিম শ্যাম বেনেগাল। প্রশ্ন করলেই ভারতীয়-বাংলাদেশি নির্বিশেষে ইউনিটের সবাই জিভে দাঁত কেটে বলেন, ‘বলতে বারণ’!

এদিকে ছবির মহরত, শুটিং, শিল্পী, কুশলী আর সংগীত পরিচালকের নাম নিশ্চিত হওয়ার পর শনিবার মধ্যরাতে নতুন আভাস দিলেন আরিফিন শুভ। যিনি এই ছবির প্রধান চরিত্র তথা ‘বঙ্গবন্ধু’ হিসেবে হাজির হচ্ছেন। এদিন রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন ভারতের কিংবদন্তি গীতিকবি জাভেদ আখতারের সঙ্গে একটি ছবি।

বলিউডের এই কবির প্রতি শুভ তার মুগ্ধতার কথা জানালেন বিস্তারিত। কৃতজ্ঞতা প্রকাশ করে জাভেদ আখতারের প্রতি বললেন, ‘আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতোটা আবেগের, সেটি ভাষায় প্রকাশ করা ‍যাবে না। এই জাদুকরী সন্ধ্যায় আপনি ছিলেন আমার কাছে কেকের ওপর একটি চেরি ফলের মতো।’ ধারনা করা যায়, শনিবার সন্ধ্যায় শ্যাম বেনেগালের নেতৃত্বে জাভেদ আখতারের বাসায় দারুণ এক সন্ধ্যা কাটিয়েছে টিম ‘বঙ্গবন্ধু’। এবং ভেবে নেওয়া যায়, ছবিটির গান লেখার সূত্র ধরেই এই সন্ধ্যাটি এলো ঢাকাই নায়ক আরিফিন শুভর জীবনে। যিনি জাভেদ আখতারের লেখায় বুঁদ হয়ে আছেন ‘শোলে’ থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পর্যন্ত।
জাভেদ আখতারের সঙ্গে অসাধারণ এই সন্ধ্যা কাটানোর আরও বিস্তারিত গল্প এবং ‘বঙ্গবন্ধু’তে গান লেখার বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হয় আরিফিন শুভর সঙ্গে। তিনি হোয়াটসঅ্যাপে কোনও সাড়া দেননি। ‘বঙ্গবন্ধু’র শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি। ফলে মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও ২১ জানুয়ারি সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান সেরে ফেললেন।
ইতোমধ্যে বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী মুম্বাই পৌঁছেছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বাইতে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট ঢাকায় আসার কথা রয়েছে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’র শুটিং দেখতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের ভারতে যাওয়ার কথা রয়েছে। যাবেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও।