০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশিদের হতাশাময় দিন

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • 32

আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এক হতাশাময় দিনই কাটল রোববার। দিনের প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থ ছিলেন পুনে ডেভিলসের অধিনায়ক নাসির হোসেন। পরের ম্যাচে আলো ছড়াতে পারলেন না বাংলা টাইগার্সের আফিফ হোসেনও। নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে ১০ ওভারে ১৬৩ রানের হিমালয়সম লক্ষ্য তাড়া করতে নেমে আফিফই যেন ডোবালেন দলকে। যেখানে প্রতি বলে প্রয়োজন প্রায় তিন রান, সেখানে আফিফ ১১ বল খেলে করেছেন মাত্র ১০ রান, আউট হয়েছেন দলকে গভীর খাঁদে ঠেলে দিয়ে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার জনসন চার্লসের (২ বলে ০) উইকেট হারায় বাংলা টাইগার্স। তিন নম্বরে নামিয়ে দেয়া হয় আগের ম্যাচে ১০ বলে ২২ রান করা আফিফকে। সেই ওভারের তিন বল হাওয়ায় ব্যাট ঘুরিয়ে ডট খেলেন আফিফ। দ্বিতীয় ওভারের শেষ বলে ফের স্ট্রাইক পান আফিফ। অফস্ট্যাম্পের বাইরের ফুলটস ডেলিভারিতে পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন তিনি। এরপর আবার ডট খেলেন তৃতীয় ওভারের শেষ তিনটি বল। যা বাড়িয়ে দেয় বাংলা টাইগার্সের রানের চাপ। চতুর্থ ওভারে বল নষ্ট করেননি তিনি, দুই বলে স্ট্রাইক পেয়ে নেন দুইটি সিঙ্গেল। তবে সাজঘরে ফিরে যান পরের ওভারেই। ফাবিয়ান অ্যালেনের করা সেই ওভারের প্রথম বলে পয়েন্ট দিয়ে চার মেরে নিজের স্কোরটা দুই অঙ্কে নেন আফিফ। পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন ডিপ মিডউইকেটে, শেষ হয় তার ১১ বলে ১০ রানের ইনিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বাংলা টাইগার্সের সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান।
মাঠে ফিরেই আফ্রিদির চমক : ভিসা জটিলতা কাটিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় আরব আমিরাতে প্রবেশ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। কালান্দার্সের হয়ে শহীদ আফ্রিদি দুই ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট।
১০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল ও ৯ উইকেট হাতে রেখেই জিতে যায় কালান্দার্স। শারজিল খান ২১ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। এ ছাড়া টম ব্যান্টন করেন ১৪ বলে ৩০ রান। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন শহীদ আফ্রিদি।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশিদের হতাশাময় দিন

প্রকাশিত : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এক হতাশাময় দিনই কাটল রোববার। দিনের প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থ ছিলেন পুনে ডেভিলসের অধিনায়ক নাসির হোসেন। পরের ম্যাচে আলো ছড়াতে পারলেন না বাংলা টাইগার্সের আফিফ হোসেনও। নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে ১০ ওভারে ১৬৩ রানের হিমালয়সম লক্ষ্য তাড়া করতে নেমে আফিফই যেন ডোবালেন দলকে। যেখানে প্রতি বলে প্রয়োজন প্রায় তিন রান, সেখানে আফিফ ১১ বল খেলে করেছেন মাত্র ১০ রান, আউট হয়েছেন দলকে গভীর খাঁদে ঠেলে দিয়ে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার জনসন চার্লসের (২ বলে ০) উইকেট হারায় বাংলা টাইগার্স। তিন নম্বরে নামিয়ে দেয়া হয় আগের ম্যাচে ১০ বলে ২২ রান করা আফিফকে। সেই ওভারের তিন বল হাওয়ায় ব্যাট ঘুরিয়ে ডট খেলেন আফিফ। দ্বিতীয় ওভারের শেষ বলে ফের স্ট্রাইক পান আফিফ। অফস্ট্যাম্পের বাইরের ফুলটস ডেলিভারিতে পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন তিনি। এরপর আবার ডট খেলেন তৃতীয় ওভারের শেষ তিনটি বল। যা বাড়িয়ে দেয় বাংলা টাইগার্সের রানের চাপ। চতুর্থ ওভারে বল নষ্ট করেননি তিনি, দুই বলে স্ট্রাইক পেয়ে নেন দুইটি সিঙ্গেল। তবে সাজঘরে ফিরে যান পরের ওভারেই। ফাবিয়ান অ্যালেনের করা সেই ওভারের প্রথম বলে পয়েন্ট দিয়ে চার মেরে নিজের স্কোরটা দুই অঙ্কে নেন আফিফ। পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন ডিপ মিডউইকেটে, শেষ হয় তার ১১ বলে ১০ রানের ইনিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বাংলা টাইগার্সের সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান।
মাঠে ফিরেই আফ্রিদির চমক : ভিসা জটিলতা কাটিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় আরব আমিরাতে প্রবেশ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। কালান্দার্সের হয়ে শহীদ আফ্রিদি দুই ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট।
১০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল ও ৯ উইকেট হাতে রেখেই জিতে যায় কালান্দার্স। শারজিল খান ২১ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। এ ছাড়া টম ব্যান্টন করেন ১৪ বলে ৩০ রান। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন শহীদ আফ্রিদি।