০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

টেস্ট মিশনে টাইগাররা

 

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনি’… উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে যেন ঠিক এই মন্ত্রেই দীক্ষীত বাংলাদেশ! অতিথিদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি অসাধারণ গেছে স্বাগতিক বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের সবক’টিতেই সফরকারিদের স্রেফ উড়িয়ে দিয়েছে তামিম ইকবাল ও তার দল। ওয়ানডের উড়ন্ত সেই ধারাবাহিবকতা টেস্ট সিরিজেও অব্যাহত রাখতে প্রস্তুত মুমিনুল হক অ্যান্ড কোং।

টেস্ট চ্যাম্পিয়নশীপের অনন্য মিশনে ব্যাট হাতে যেমন সাকিব-তামিম-মুশিরা প্রস্তুত তেমনি বল হাতেও নিজেদের সেরাটি দিতে প্রস্তুত মোস্তাফিজ-রাহি-তাইজুলরা। সেই প্রস্তুতিরই শেষ মহরা হয়ে গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বুধবার উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটি সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা অবধি ছিল স্বাগতিক দলের অনুশীলন।

যেখানে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছে মুমিনুল হক অ্যান্ড কোং। কোন বিভাগেই ক্যারিবিয়দের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, অনুশীলনে সেই বার্তাটি যেন প্রচ্ছন্নভাবে দিয়ে রাখল লাল সবুজের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দিনের প্রস্তুতির শুরুটা হয়েছে ফিটনেস অনুশীলন দিয়ে। ট্রেনার নিকোলাস ট্রেভর লি’র অধীনে দিনের জহুর আহমেদে স্ট্রেস রানিং দিয়ে আইস ব্রেকিং সেরেছেন টাইগাররা। এরপর সেন্টার উইকেটেরে পাশ ঘেঁষে ফিল্ডিং কোচ রায়ান কুকের সান্নিধ্যে সেরেছেন ফিল্ডিং ট্রেনিং। যেখানে গুরুত্ব পেয়েছে হাই ক্যাচ, শর্ট ক্যাচ ও স্লিপ ক্যাচের মত গুরুত্বপূর্ণ বিষয়। খানিকবাদে সেই সেখানে যোগ দিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গোও। হাতে ব্যাট তুলে নিয়ে শিষ্যদের সাড়ি বেঁধে দাঁড় করিয়ে প্রায় আধাঘণ্টাব্যাপী করালেন স্লিপ ক্যাচিং অনুশীলন।

ফিল্ডিং ট্রেনিংয়ের পাশাপাশি চলছিল ব্যাটিং অনুশীলন। যেখানে শুরুতেই যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুমিনুল হক। এর পর পর্যায় ক্রমে এসেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মোহম্মদ মিঠুন। দারুণ টেস্ট মেজাজে সেরেছেন প্রথম টেস্টের আঁটসাঁট প্রস্তুতি। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও নিজেদের সেরা প্রস্তুতির জানান দিয়ে রেখেছেন।


সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানও নিবিড় মনোযোগে সেরেছেন তিন ঘণ্টার সেশন। যেখানে উইন্ডিজদের কঠিন সময় উপহার দেওয়ার বারতা ছিল পরিষ্কার। টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানও স্পিন বোলিংয়ে নিজেকে শান দিয়েছেন। তবে বোলিং অনুশীলনে পেসারদের মধ্যে ছিলেন কেবল তাসকিন আহমেদ, বাকি সবাই ছিলেন স্পিনার।

মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, হাসান মাহমুদকে নেটে বোলিং অনুশীলনে দেখা যায়নি। স্রেফ রানিং করেই তারা চট্টগ্রাম টেস্টের আগের দিনটি কাটিয়ে দিয়েছেন। এ থেকে একটি বার্তা স্পষ্ট, প্রথম টেস্টে সাগরিকায় স্পিনারদের দাপটই দেখা যাবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সকাল সাড়ে ৯ টায়।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

টেস্ট মিশনে টাইগাররা

প্রকাশিত : ১২:০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

 

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনি’… উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে যেন ঠিক এই মন্ত্রেই দীক্ষীত বাংলাদেশ! অতিথিদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি অসাধারণ গেছে স্বাগতিক বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের সবক’টিতেই সফরকারিদের স্রেফ উড়িয়ে দিয়েছে তামিম ইকবাল ও তার দল। ওয়ানডের উড়ন্ত সেই ধারাবাহিবকতা টেস্ট সিরিজেও অব্যাহত রাখতে প্রস্তুত মুমিনুল হক অ্যান্ড কোং।

টেস্ট চ্যাম্পিয়নশীপের অনন্য মিশনে ব্যাট হাতে যেমন সাকিব-তামিম-মুশিরা প্রস্তুত তেমনি বল হাতেও নিজেদের সেরাটি দিতে প্রস্তুত মোস্তাফিজ-রাহি-তাইজুলরা। সেই প্রস্তুতিরই শেষ মহরা হয়ে গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বুধবার উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটি সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা অবধি ছিল স্বাগতিক দলের অনুশীলন।

যেখানে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছে মুমিনুল হক অ্যান্ড কোং। কোন বিভাগেই ক্যারিবিয়দের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, অনুশীলনে সেই বার্তাটি যেন প্রচ্ছন্নভাবে দিয়ে রাখল লাল সবুজের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দিনের প্রস্তুতির শুরুটা হয়েছে ফিটনেস অনুশীলন দিয়ে। ট্রেনার নিকোলাস ট্রেভর লি’র অধীনে দিনের জহুর আহমেদে স্ট্রেস রানিং দিয়ে আইস ব্রেকিং সেরেছেন টাইগাররা। এরপর সেন্টার উইকেটেরে পাশ ঘেঁষে ফিল্ডিং কোচ রায়ান কুকের সান্নিধ্যে সেরেছেন ফিল্ডিং ট্রেনিং। যেখানে গুরুত্ব পেয়েছে হাই ক্যাচ, শর্ট ক্যাচ ও স্লিপ ক্যাচের মত গুরুত্বপূর্ণ বিষয়। খানিকবাদে সেই সেখানে যোগ দিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গোও। হাতে ব্যাট তুলে নিয়ে শিষ্যদের সাড়ি বেঁধে দাঁড় করিয়ে প্রায় আধাঘণ্টাব্যাপী করালেন স্লিপ ক্যাচিং অনুশীলন।

ফিল্ডিং ট্রেনিংয়ের পাশাপাশি চলছিল ব্যাটিং অনুশীলন। যেখানে শুরুতেই যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুমিনুল হক। এর পর পর্যায় ক্রমে এসেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মোহম্মদ মিঠুন। দারুণ টেস্ট মেজাজে সেরেছেন প্রথম টেস্টের আঁটসাঁট প্রস্তুতি। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও নিজেদের সেরা প্রস্তুতির জানান দিয়ে রেখেছেন।


সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসানও নিবিড় মনোযোগে সেরেছেন তিন ঘণ্টার সেশন। যেখানে উইন্ডিজদের কঠিন সময় উপহার দেওয়ার বারতা ছিল পরিষ্কার। টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানও স্পিন বোলিংয়ে নিজেকে শান দিয়েছেন। তবে বোলিং অনুশীলনে পেসারদের মধ্যে ছিলেন কেবল তাসকিন আহমেদ, বাকি সবাই ছিলেন স্পিনার।

মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, হাসান মাহমুদকে নেটে বোলিং অনুশীলনে দেখা যায়নি। স্রেফ রানিং করেই তারা চট্টগ্রাম টেস্টের আগের দিনটি কাটিয়ে দিয়েছেন। এ থেকে একটি বার্তা স্পষ্ট, প্রথম টেস্টে সাগরিকায় স্পিনারদের দাপটই দেখা যাবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সকাল সাড়ে ৯ টায়।