০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

টিকা নিয়ে মনোবল আরও বেড়ে গেল

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আজ বুধবার সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন। টিকা নেয়ার পর প্রতিমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধ করার জন্য মনোবল আরও বেড়ে গেল। একই সঙ্গে শ্রমিকদের রেজিস্ট্রেশন করে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন মন্নুজান সুফিয়ান। বুধবার বেলা পৌনে ১২টায় সচিবালয় ক্লিনিকে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এক নম্বর বুথে তিনি টিকা নেন। টিকা নেয়ার পর কিছুক্ষণ সেখানে অবস্থান করেন তিনি। পরে যাওয়ার সময় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, টিকা নিয়ে কোভিড-১৯ প্রতিরোধ করার জন্য মনোবল আরও বেড়ে গেল। হাত ধোয়া ও মাস্ক পরা- এটা অব্যাহত রাখতে হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক রাষ্ট্র পয়সা দিয়েও ভ্যাকসিন নিতে পারছে না। আমাদের প্রধানমন্ত্রী সেটা করতে পেরেছেন। শ্রমিকদের প্রতি আপনার আহ্বান কী- জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, আমার আহ্বান তারা যে যে অঞ্চলে আছে, তারা যেন প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে যেন ভ্যাকসিনটা নিয়ে নেন। এতে আমরা শারীরিক দিক থেকে ভাল থাকব। আমাদের কর্মস্পৃহাও বাড়বে। আমাদের উন্নয়ন হলে দেশ ও জাতির জন্য কল্যাণ।

ট্যাগ :

৩০ নভেম্বরের মধ্যে সব কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে 

টিকা নিয়ে মনোবল আরও বেড়ে গেল

প্রকাশিত : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আজ বুধবার সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন। টিকা নেয়ার পর প্রতিমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধ করার জন্য মনোবল আরও বেড়ে গেল। একই সঙ্গে শ্রমিকদের রেজিস্ট্রেশন করে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন মন্নুজান সুফিয়ান। বুধবার বেলা পৌনে ১২টায় সচিবালয় ক্লিনিকে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এক নম্বর বুথে তিনি টিকা নেন। টিকা নেয়ার পর কিছুক্ষণ সেখানে অবস্থান করেন তিনি। পরে যাওয়ার সময় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, টিকা নিয়ে কোভিড-১৯ প্রতিরোধ করার জন্য মনোবল আরও বেড়ে গেল। হাত ধোয়া ও মাস্ক পরা- এটা অব্যাহত রাখতে হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক রাষ্ট্র পয়সা দিয়েও ভ্যাকসিন নিতে পারছে না। আমাদের প্রধানমন্ত্রী সেটা করতে পেরেছেন। শ্রমিকদের প্রতি আপনার আহ্বান কী- জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, আমার আহ্বান তারা যে যে অঞ্চলে আছে, তারা যেন প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে যেন ভ্যাকসিনটা নিয়ে নেন। এতে আমরা শারীরিক দিক থেকে ভাল থাকব। আমাদের কর্মস্পৃহাও বাড়বে। আমাদের উন্নয়ন হলে দেশ ও জাতির জন্য কল্যাণ।