০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

পরিচালনায় ফিরলেন আফসানা মিমি

আফসানা মিমি। এক নামেই যার অনেক পরিচয়। দূর্দান্ত এক অভিনয় শিল্পী, দক্ষ নির্মাতা ও সংগঠক। টিভি নাটকের নির্মাতা হিসেবেও সমাদৃত তিনি। তার বেশ কিছু নাটকই দর্শকদের মন জয় করেছে।
আফসানা মিমি ২০০০ সালে ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনায় আসেন। একুশে টিভিতে প্রচারিত ‘বন্ধন’ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর একে একে নির্মাণ করেন দীর্ঘ ধারাবাহিক ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’ ও ‘ডলস হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাতটি তারার মিমির’।
তবে গেল কয়েক বছর ধরে শোবিজ থেকে খানিকটা দূরে ছিলেন মিমি। গেল বছর থেকে তাকে দেখা গেছে সরব হতে। তিনি শুরু করেছেন অভিনয়। এবার ফিরলেন পরিচালনাতেও। বিটিভির জন্য নতুন একটি ধারাবাহিক পরিচালনা করছেন তিনি।
কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে এই নাটকের নাম ‘সায়ংকাল’। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি। পরিচালনার পাশাপাশি এখানে অভিনয়ও করেছেন আফসানা মিমি। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হচ্ছে। সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচারিত হবে।

ট্যাগ :

৩০ নভেম্বরের মধ্যে সব কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে 

পরিচালনায় ফিরলেন আফসানা মিমি

প্রকাশিত : ১২:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

আফসানা মিমি। এক নামেই যার অনেক পরিচয়। দূর্দান্ত এক অভিনয় শিল্পী, দক্ষ নির্মাতা ও সংগঠক। টিভি নাটকের নির্মাতা হিসেবেও সমাদৃত তিনি। তার বেশ কিছু নাটকই দর্শকদের মন জয় করেছে।
আফসানা মিমি ২০০০ সালে ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনায় আসেন। একুশে টিভিতে প্রচারিত ‘বন্ধন’ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর একে একে নির্মাণ করেন দীর্ঘ ধারাবাহিক ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’ ও ‘ডলস হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাতটি তারার মিমির’।
তবে গেল কয়েক বছর ধরে শোবিজ থেকে খানিকটা দূরে ছিলেন মিমি। গেল বছর থেকে তাকে দেখা গেছে সরব হতে। তিনি শুরু করেছেন অভিনয়। এবার ফিরলেন পরিচালনাতেও। বিটিভির জন্য নতুন একটি ধারাবাহিক পরিচালনা করছেন তিনি।
কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে এই নাটকের নাম ‘সায়ংকাল’। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি। পরিচালনার পাশাপাশি এখানে অভিনয়ও করেছেন আফসানা মিমি। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হচ্ছে। সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচারিত হবে।