০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

‘রেমিট্যান্স ২১ বিলিয়ন ডলার ছাড়াবে’

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ১ কোটি বাংলাদেশি কর্মরত আছেন। তারা রেমিট্যান্স পাঠানোর মাধ‌্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চলতি বছর রেমিট্যান্স ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এতে প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. আহমদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী জুলহাসসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত বছর সাড়ে ১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। আমরা বিশ্বাস করি, এবছর শেষ না হতেই রেমিট্যান্স ২১ বিলিয়ন ডলারের বেশি হবে।

তিনি বলেন, এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে আমাদের দক্ষ শ্রমিক পাঠাতে হবে। সরকার বিষয়টিতে খুব গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা বার বার দক্ষ শ্রমিকের কথা বলছি। অদক্ষ শ্রমিকের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। দেশে এখনো ৪০ শতাংশ অদক্ষ শ্রমিক রয়েছে। আমরা চাই তাদের দিকে নজর দিতে। সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থাপনায় দক্ষ শ্রমিক তৈরির জন্য অনেক উদ্যোগ নিয়েছে। প্রতি উপজেলায় একটি করে প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে। এ প্রক্রিয়া চলমান আছে।

ইমরান আহমদ বলেন, প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ সেন্টার করার একটি উদ্দেশ্য আছে। অনেক উপজেলা থেকে বিদেশে যাওয়ার মানুষের হার খুবই কম। আমরা চাই, বিদেশে যাওয়ার সুযোগ থাকলে সারা দেশে সবার জন্য থাকা উচিত। এজন্য সরকারের ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা থেকে ১ হাজার দক্ষ কর্মীকে বিদেশ পাঠানো হবে। এটি বাস্তবায়নের জন্য সব উপজেলায় প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা বলেন, প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ দিবস উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ১৯ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে উদযাপিত হবে অভিবাসী দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ ও সম্মান দুই-ই মেলে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১৮ ডিসেম্বর সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউয়ে বের হবে আন্তর্জাতিক অভিবাসী দিবসের বর্ণাঢ্য র‌্যালি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

‘রেমিট্যান্স ২১ বিলিয়ন ডলার ছাড়াবে’

প্রকাশিত : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ১ কোটি বাংলাদেশি কর্মরত আছেন। তারা রেমিট্যান্স পাঠানোর মাধ‌্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চলতি বছর রেমিট্যান্স ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এতে প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. আহমদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী জুলহাসসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত বছর সাড়ে ১৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। আমরা বিশ্বাস করি, এবছর শেষ না হতেই রেমিট্যান্স ২১ বিলিয়ন ডলারের বেশি হবে।

তিনি বলেন, এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে আমাদের দক্ষ শ্রমিক পাঠাতে হবে। সরকার বিষয়টিতে খুব গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা বার বার দক্ষ শ্রমিকের কথা বলছি। অদক্ষ শ্রমিকের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। দেশে এখনো ৪০ শতাংশ অদক্ষ শ্রমিক রয়েছে। আমরা চাই তাদের দিকে নজর দিতে। সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থাপনায় দক্ষ শ্রমিক তৈরির জন্য অনেক উদ্যোগ নিয়েছে। প্রতি উপজেলায় একটি করে প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে। এ প্রক্রিয়া চলমান আছে।

ইমরান আহমদ বলেন, প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ সেন্টার করার একটি উদ্দেশ্য আছে। অনেক উপজেলা থেকে বিদেশে যাওয়ার মানুষের হার খুবই কম। আমরা চাই, বিদেশে যাওয়ার সুযোগ থাকলে সারা দেশে সবার জন্য থাকা উচিত। এজন্য সরকারের ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা থেকে ১ হাজার দক্ষ কর্মীকে বিদেশ পাঠানো হবে। এটি বাস্তবায়নের জন্য সব উপজেলায় প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা বলেন, প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ দিবস উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ১৯ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে উদযাপিত হবে অভিবাসী দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ ও সম্মান দুই-ই মেলে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১৮ ডিসেম্বর সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউয়ে বের হবে আন্তর্জাতিক অভিবাসী দিবসের বর্ণাঢ্য র‌্যালি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান