ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু আগামীকাল। সম্মেলনে কাউন্সিলর এবং ডেলিগেট থাকছেন প্রায় ১৫ হাজার। সম্মেলনে আসা এই ১৫ হাজারের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের জন্য দলটির পক্ষ থেকে থাকছে বিশেষ পাটের তৈরি উপহারের ব্যাগ।
অতিথিদের উপহার দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান, সম্মেলনে আগত অতিথিদের পাটের ব্যাগ উপহার দেবে প্রচার প্রকাশনা উপ-কমিটি। ব্যাগে আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত স্মারক, শোক প্রস্তাব, সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষণ থাকবে। আরও থাকবে বিএনপি-জামায়াতের অপপ্রচার জ্বালাও-পোড়াও সম্বলিত দুটি ডিভিডি।
তিনি জানান. সম্মেলনে আগত অতিথিদের মধ্যে যারা ডায়াবেটিস রোগী তাদের কথা মাথায় রাখা হয়েছে। ডায়াবেটিস রোগে আক্রান্তদের জন্য থাকছে দুটো চকলেট, একটি পানির বোতল।
উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আরও জানান, এবারই প্রথম ছবির মাধ্যমে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিহাস জানার জন্য ফটো অ্যালবাম তৈরি করছি। হাজার, হাজার ছবির মধ্য থেকে বাছাই করে আমরা দেড়শ ছবির বাছাই করে এক একটা এ্যালবামে নিয়ে আসছি। এটা বই আকারে থাকবে না প্রত্যেকটি পাতা আলাদা আলাদা বক্সে থাকবে। এটাও উপহার হিসেবে প্রত্যেক অতিথিকে দেয়া হবে।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে ঘুরতে সোনার দেশ এগিয়ে চলেছি দুর্বার আমরাই তো বাংলাদেশ’।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























