আগামীকাল শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, আগামীকাল শনিবার বিকেল ৫টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনষ্ঠিত হবে।
এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নির্ধারণ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























