১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

চট্টগ্রামে ‘নো বল’ উত্তেজনা!

ওয়াহাব রিয়াজের লেগ স্টাম্পের বলটা ছক্কায় উড়াতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকসে। কিন্তু ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন মেহেদী হাসানের হাতে। ব্যাটসম্যান বেরিয়ে যান মাঠ থেকে। নতুন ব্যাটসম্যানও মাঠের ভেতরে এসেছেন ততক্ষণে।

এরপরই টিভি রিপ্লেতে দেখা গেল, বোলার ওভারস্টেপিং করেছিলেন। অর্থাৎ নো বল! আম্পায়ার আবার ডেকে পাঠালেন ব্যাটসম্যানকে। হঠাৎ উত্তেজনা ছড়াল চট্টগ্রামে।

ঘটনাটা বিপিএলে সোমবার ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়রিয়র্স ম্যাচে। কুমিল্লার ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা সেটি। পাকিস্তানি পেসার ওয়াহাবের বলে ক্যাচ দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসে। মাঠ ছেড়ে তিনি বেরিয়েও গিয়েছিলেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢুকে পড়েছিলেন ইয়াসির আলী রাব্বী।

এরপরই টিভি রিপ্লে ধরা পড়ে বলটা ছিল পায়ের নো। রাজাপাকসেকে আবার ডেকে পাঠান আম্পায়ার। ঢাকার খেলোয়াড়রা অবশ্য সিদ্ধান্তটা মানতে পারছিলেন না। আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিম ইকবালকে।

খেলা বন্ধও ছিল দুই মিনিটের মতো। পরে আবার শুরু হয় খেলা। তখনো ঢাকার ডাগআউটে দাঁড়িয়ে থাকা কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফের অন্য সদস্যদের চোখে-মুখে ছিল হতাশা।

প্রশ্ন উঠছে, ব্যাটসম্যান মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আম্পায়ার তাকে আবার ফেরাতে পারেন কি না। এ বিষয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক, বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বললেন, ‘মাঠের বাইরে যাওয়া ব্যাপার না। আউট দেওয়ার পর পরবর্তী বল হওয়ার আগ পর্যন্ত তাকে ফিরিয়ে আনতে পারবেন আম্পায়াররা, যদি তাদের মনে হয় এটা নো বল হয়েছে। তবে মাঠের আম্পায়ারদের উচিত ছিল নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যাটসম্যানকে মাঠেই আটকে রাখা।’

ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সেন্ট লুসিয়া টেস্টেও দেখা গিয়েছিল এমনটা। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজেরি জোসেফকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন বেন স্টোকস। মাঠ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, ওভার স্টেপিং করেছিলেন জোসেফ। ব্যাটসম্যানকে আবার ডেকে পাঠান আম্পায়ার।

ওই ঘটনার সময় ২০ রানে ব্যাট করছিলেন রাজাপাকসে। শেষ পর্যন্ত তিনি ৬৫ বলে ৪ চার ও ৭ ছক্কায় খেলেন অপরাজিত ৯৬ রানের বিধ্বংসী ইনিংস।

এদিনের ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের গাজী সোহেল ও শ্রীলঙ্কার প্রাগিথ রামবুকভেলা। আর টিভি আম্পায়ার হিসেবে রয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী খান।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান

চট্টগ্রামে ‘নো বল’ উত্তেজনা!

প্রকাশিত : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯

ওয়াহাব রিয়াজের লেগ স্টাম্পের বলটা ছক্কায় উড়াতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকসে। কিন্তু ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন মেহেদী হাসানের হাতে। ব্যাটসম্যান বেরিয়ে যান মাঠ থেকে। নতুন ব্যাটসম্যানও মাঠের ভেতরে এসেছেন ততক্ষণে।

এরপরই টিভি রিপ্লেতে দেখা গেল, বোলার ওভারস্টেপিং করেছিলেন। অর্থাৎ নো বল! আম্পায়ার আবার ডেকে পাঠালেন ব্যাটসম্যানকে। হঠাৎ উত্তেজনা ছড়াল চট্টগ্রামে।

ঘটনাটা বিপিএলে সোমবার ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়রিয়র্স ম্যাচে। কুমিল্লার ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা সেটি। পাকিস্তানি পেসার ওয়াহাবের বলে ক্যাচ দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসে। মাঠ ছেড়ে তিনি বেরিয়েও গিয়েছিলেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ঢুকে পড়েছিলেন ইয়াসির আলী রাব্বী।

এরপরই টিভি রিপ্লে ধরা পড়ে বলটা ছিল পায়ের নো। রাজাপাকসেকে আবার ডেকে পাঠান আম্পায়ার। ঢাকার খেলোয়াড়রা অবশ্য সিদ্ধান্তটা মানতে পারছিলেন না। আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিম ইকবালকে।

খেলা বন্ধও ছিল দুই মিনিটের মতো। পরে আবার শুরু হয় খেলা। তখনো ঢাকার ডাগআউটে দাঁড়িয়ে থাকা কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফের অন্য সদস্যদের চোখে-মুখে ছিল হতাশা।

প্রশ্ন উঠছে, ব্যাটসম্যান মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আম্পায়ার তাকে আবার ফেরাতে পারেন কি না। এ বিষয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক, বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বললেন, ‘মাঠের বাইরে যাওয়া ব্যাপার না। আউট দেওয়ার পর পরবর্তী বল হওয়ার আগ পর্যন্ত তাকে ফিরিয়ে আনতে পারবেন আম্পায়াররা, যদি তাদের মনে হয় এটা নো বল হয়েছে। তবে মাঠের আম্পায়ারদের উচিত ছিল নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যাটসম্যানকে মাঠেই আটকে রাখা।’

ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সেন্ট লুসিয়া টেস্টেও দেখা গিয়েছিল এমনটা। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজেরি জোসেফকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন বেন স্টোকস। মাঠ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, ওভার স্টেপিং করেছিলেন জোসেফ। ব্যাটসম্যানকে আবার ডেকে পাঠান আম্পায়ার।

ওই ঘটনার সময় ২০ রানে ব্যাট করছিলেন রাজাপাকসে। শেষ পর্যন্ত তিনি ৬৫ বলে ৪ চার ও ৭ ছক্কায় খেলেন অপরাজিত ৯৬ রানের বিধ্বংসী ইনিংস।

এদিনের ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের গাজী সোহেল ও শ্রীলঙ্কার প্রাগিথ রামবুকভেলা। আর টিভি আম্পায়ার হিসেবে রয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী খান।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান