রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। দুজনই অজ্ঞাত নামা বাসের ধাক্কায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল ৯টার দিকে সায়দাবাদ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশের ঢালে রাস্তা পারাপারের সময় রুবেল (২৫) নামে একজনকে ধাক্কা দিয়ে চলে যায় অজ্ঞাত নামা একটি বাস। তার সাথে থাকা সহকর্মী সজীব সাথে সাথে তাকে ঢামেকে নিয়ে আসলে সাড়ে ১১টার সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল নারায়ণগঞ্জের আড়াইহাজারের লিয়াকত আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের চিটাগং রোডে বসবাস করতেন বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসট্যান্ডে ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় রায়হান (২০) নামে আরেক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সাভারের বেগুন বাজার এলাকার বাসিন্দা। নিহত রায়হান ফ্লেক্সিলোডের ব্যবসায়ী বলে জানা গেছে।
দারুস সালাম থানার এসআই দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ভোর ৫টার দিকে তিনি নিহত ব্যক্তিকে ঢামেক মর্গে স্থানান্তর করেন। নিহত রায়হানের বেয়াই হানিফ তার লাশ শনাক্ত করেছেন বলেও নিশ্চিত করেন তিনি।

























