আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, গতকাল খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় বিএনপি কর্মীরা রাস্তায় সহিংসতা করেছে। কিন্তু এটা তাদের মনে রাখতে হবে যে, তারা যদি আন্দোলনের নামে আবারও জ্বালাও, পোড়াও, ভাংচুর করে তবে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনে আসতে এখন ব্যাকুল হয়ে পড়েছে বিএনপি। আমরাও চাই বিএনপি নির্বাচনে আসুক। আশা করি আপনারা (বিএনপি) বুঝতে পেরেছেন নির্বাচনে না আসলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে।
হানিফ বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এক্ষেত্রে একচুলও নড়চড় হবে না।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা সম্পর্কে তিনি বলেন, বিএনপি নেত্রী নিজের দোষ ঢাকতেই নানা ধরনের অযুহাত দিচ্ছেন। তিনি আরও বলেন। আপনার (খালেদা) বিরুদ্ধে মামলা আওয়ামীলীগ দেয় নাই। দিয়েছিলো আপনারই পছন্দের তত্বাবধায়ক সরকার।























