০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

রাধুনী ‘ফুডশালা’ দ্বিতীয় দিনে পিঠা খাওয়ার ধুম

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৯:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
  • 75

ঢাকা: প্রথমদিনের পর এবার দ্বিতীয় দিনে জমজমাট হল ‘ফুডশালা’ হোম-মেড ফুড ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) বেলা ১১টায় শুরু হল তিন দিনব্যাপী রাধুনী প্রেজেন্টস‌ ‌‘ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল’। উত্তরার ১১ নাম্বার সেক্টরের ‘দ্য প্রেন্ডিয়ান’ রেস্টুরেন্টের নবম তলায় চলে দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে গিয়ে দেখা গেছে, বাহারী পিঠার সমারোহ। ছিল অগ্রানীক ফুড, দই ফুচকা, বিরিয়ানীসহ নানা রকম খাবার।

‌‘ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল’-এর আয়োজক সাহারা সুলতানা বলেন, ‌প্রথমদিন ভালোই জমেছিল মেলা। তবে দ্বিতীয় দিনে এসে মেলা জমজমাট হয়ে উঠেছে। ক্রেতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। শুক্রবার বন্ধের দিন ছিল যে কারণে ভালো বেচা-কেনা হয়েছে আজ। সকালে ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও দুপুর ১২টা থেকে ছিল ক্রেতাদের জমজমাট ভীড়। সন্ধ্যায় মেলা মিলনমেলায় পরিনত হয়। ক্রেতারা তাদের পছন্দমতো পিঠা সুলভমূল্যে পিঠা কেনার পাশাপাশি খোশ-গল্পে মেতে ওঠেন।

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে ফুড ফেস্টিভ্যাল । সবার জন্য মেলাটি উন্মুক্ত রয়েছে। ২৮ ডিসেম্বর রাত ১০টায় শেষ হবে মেলা।

মেলায় আজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ই ক্লাবের প্রেসিডেন্ট শাহরিয়ার খান, ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বাচ্চু, ই ক্লাব ওমেন্স গ্রুপের চেয়ারম্যান নুসরাত জাহান, এ ছাড়া ও ক্লাবের অনান্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেস্টিভ্যাল নিয়ে সাহারা সুলতানা বলেন, ‘তিন দিনের এই ফেস্টিভ্যালে ভোজনরসিক অতিথিদের দেশি-বিদেশি খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি সুযোগ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

এবারের ফেস্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাঁধুনী, স্ট্রেটিজিক পার্টনার হিসেবে থাকছে ই-ক্লাব ওমেন ফোরাম, মিডিয়া পার্টনার ‘ডেইলি ওমেন বাংলাদেশ’ ‘আজকের বিজনেস বাংলাদেশ’, ই-কমার্স বার্তা, হারনেট টিভি , ইভেন্ট পার্টনার ব্লাকবোর্ড।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাধুনী ‘ফুডশালা’ দ্বিতীয় দিনে পিঠা খাওয়ার ধুম

প্রকাশিত : ০৯:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

ঢাকা: প্রথমদিনের পর এবার দ্বিতীয় দিনে জমজমাট হল ‘ফুডশালা’ হোম-মেড ফুড ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) বেলা ১১টায় শুরু হল তিন দিনব্যাপী রাধুনী প্রেজেন্টস‌ ‌‘ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল’। উত্তরার ১১ নাম্বার সেক্টরের ‘দ্য প্রেন্ডিয়ান’ রেস্টুরেন্টের নবম তলায় চলে দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে গিয়ে দেখা গেছে, বাহারী পিঠার সমারোহ। ছিল অগ্রানীক ফুড, দই ফুচকা, বিরিয়ানীসহ নানা রকম খাবার।

‌‘ফুডশালা হোম-মেড ফুড ফেস্টিভ্যাল’-এর আয়োজক সাহারা সুলতানা বলেন, ‌প্রথমদিন ভালোই জমেছিল মেলা। তবে দ্বিতীয় দিনে এসে মেলা জমজমাট হয়ে উঠেছে। ক্রেতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। শুক্রবার বন্ধের দিন ছিল যে কারণে ভালো বেচা-কেনা হয়েছে আজ। সকালে ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও দুপুর ১২টা থেকে ছিল ক্রেতাদের জমজমাট ভীড়। সন্ধ্যায় মেলা মিলনমেলায় পরিনত হয়। ক্রেতারা তাদের পছন্দমতো পিঠা সুলভমূল্যে পিঠা কেনার পাশাপাশি খোশ-গল্পে মেতে ওঠেন।

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে ফুড ফেস্টিভ্যাল । সবার জন্য মেলাটি উন্মুক্ত রয়েছে। ২৮ ডিসেম্বর রাত ১০টায় শেষ হবে মেলা।

মেলায় আজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ই ক্লাবের প্রেসিডেন্ট শাহরিয়ার খান, ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বাচ্চু, ই ক্লাব ওমেন্স গ্রুপের চেয়ারম্যান নুসরাত জাহান, এ ছাড়া ও ক্লাবের অনান্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেস্টিভ্যাল নিয়ে সাহারা সুলতানা বলেন, ‘তিন দিনের এই ফেস্টিভ্যালে ভোজনরসিক অতিথিদের দেশি-বিদেশি খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি সুযোগ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

এবারের ফেস্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাঁধুনী, স্ট্রেটিজিক পার্টনার হিসেবে থাকছে ই-ক্লাব ওমেন ফোরাম, মিডিয়া পার্টনার ‘ডেইলি ওমেন বাংলাদেশ’ ‘আজকের বিজনেস বাংলাদেশ’, ই-কমার্স বার্তা, হারনেট টিভি , ইভেন্ট পার্টনার ব্লাকবোর্ড।

বিজনেস বাংলাদেশ/বিএইচ