সিলেটে লুণ্ঠিত মালামালসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব)।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের মিরাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাতজন হলেন, মাহবুব-উল মালিক (৩৯), জাহেদ (৩০), আব্দুল্লাহ (১৯), গোলাম রব্বানী (১৯), তারেক আহমেদ (৩৫), সপু আহমেদ (৩২) ও খয়েছ আহমেদ সাগর (৩২)।
তাদের কাছ থেকে একটি পাইপগান এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালসহ তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-০৯ অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















