ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের মানববন্ধনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আছে। এটি বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হোক।’
জয় বলেন, ‘আমরা চাই না, আমাদের বোনেরা ধর্ষণের শিকার হোক। তারা নিরাপদে চলাফেরা করুক। ধর্ষণ আমাদের সমাজের জন্য লজ্জার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চেয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ওই ঘটনার প্রতিবাদে আন্দোলন নেমেছে বিভিন্ন সংগঠন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























