কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর নাক, কান, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। তার সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে চেষ্টা চলছে।
সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে নাসির উদ্দিন বলেন, মেয়েটির মেন্টালি ট্রমা ছাড়াও শারীরিক কিছু আঘাত রয়েছে। সে কিছু সমস্যার কথা বলেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন।
এ বিষয়ে ঢামেকের গাইনি বিভাগের প্রধান সালমা রউফকে প্রধান করে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। বাস থেকে নামার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
















