ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৮ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । এসময় তাদের কাছ থেকে ৩শত ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১শত ১০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) গ্রেফতারকৃতদের মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে রবিবার রাত ও সোমবার এসআই সাইদুর রহমান ফোর্সসহ নান্দাইলে বিশেষ অভিযান পরিচালনা করে চরলীদিয়া থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ ফরিদকে গ্রেফতার করে।
অপর অভিযানে এসআই মাসুদ জামালী, এএসআই(নিঃ) আনোয়ার হোসেন ফোর্সসহ জেলা সদরের মাইজবাড়ী থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রোমান মিয়া ও সুমন মিয়াকে গ্রেফতার করে। পৃথক আরেক অভিযানে এসআই রোকন ইসলাম খান, এএসআই গোলাম মওলা ফোর্সসহ জেলা সদরের উইনারপাড় কমিউনিটি বেইজড মেডিকেল কলেজের সামনে থেকে ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী সাইদুর রহমান হিমেল ওরফে হিলনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই শরীফ হায়দার আলী ফোর্সসহ শহরের বাঘমারা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী হাসান মাহমুদ আকন্দ ওরফে রকিকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই আব্দুল জলিল, এসআই জাহিদুল ইসলাম, এএসআই রাসেল পারভেজ, এএসআই সুজন চন্দ্র সাহা ফোর্সসহ জেলা সদর গফরগাও থানা ও ত্রিশাল থানা এলাকা থেকে ১শত গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী নাঈম মিয়া, মোঃ রিয়াজুল ও আল আমিনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















