আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি চরম দুর্ভোগে পড়বে বলে আওয়ামীলীগ নেতারা মন্তব্য করে আসছেন। কিন্তু নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
‘২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেই ভুল তারা আবার করবে কিনা সেটা বিএনপির ব্যাপার। তবে, বারবার ভুল করলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে’।
শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘বিএনপি কখনও বলছে নির্বাচনে আসবে, কখনও বলছে আসবে না। বিএনপির যদি রাজনীতি করতে হয়, যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদেরকে নির্বাচনে আসতে হবে। এর বাইরে বিকল্প কোন কিছু তাদের সামনে নেই’।























