খাগড়াছড়ির পানছড়িতে এক ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মাহিন ত্রিপুরা (৩০)। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে পাহাড়ের আঞ্চলিক দুই গ্রুপের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















