মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমার দক্ষ অভিনেতা আব্দুল আজিজ। রেডিওর প্রায় ১৬০০ রেডিও নাটকে অভিনয় করেছেন। ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা তিনি। মঞ্চে রয়েছে তার সরব উপস্থিতি। সমসাময়িক ব্যস্ততা ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে বিজনেস বাংলাদেশ-এর সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন বাবুল হৃদয়।
কেমন আছেন?
আব্দুল আজিজ: আমি সবসময় ভালো থাকি। এখনো আছি। আল্লাহ ভালো রেখেছেন।
বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
কিছু লেখালেখি, কিছু অভিনয়, আড্ডা আর বই নিয়ে গবেষণা করছি। বই লিখছি।

কি বই লিখছেন?
এবারের বই মেলায় আমার তিনটি বই আসছে। একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে একটি নাটকের বই লিখছি ‘মুক্তিযোদ্ধারা ছিলেন বলে আমাদের স্বাধীনতা’ আমার অভিনয় করা নাটক সমগ্র নিয়ে একটি বই আরেকটি গবেষণার বই।
রূপালী পর্দায় শুরু কখন থেকে…
১৯৬৭ সালে সৌরভ আউয়াল পরিচালিত অপরিচিত সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় একটা এক্সটা চরিত্র দিয়ে। এরপর সিনেমায় নিয়মিত হই ১৯৭৫ সাল থেকে প্রয়াত চাষী নজরুল ইসলামের সিনেমার মাধ্যমে।
আপনার অভিনীত সিনেমার সংখ্যা কত এবং উল্লেযোগ্য সিনেমা নিয়ে যদি বলেন…
এপর্যন্ত আমি ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছি। ভালো ভালো সিনেমাই করেছি, যেমন- সোনা বউ, হাজার বছর ধরে, আরশি নগর, রুপ নগড়, মাটির কসম এছাড়া শিশুতোষ সিনেমা, দিপু নাম্বার টু, রাবেয়াসহ বেশ কিছু ভালো সিনেমায় অভিনয় করা হয়েছে। তবে আমি বেশির ভাগ সিনেমায় ভিলেন ছিলাম।
আগের সিনেমা গুলোতে কোন না কোন একটি দৃশ্যে ধর্ষণ থাকতো. আপনি কোন কোন নায়িকা ধর্ষণ করেছেন…
আমি নায়িকা কবরী, ববিতাসহ অনেককে ধর্ষণ করেছি। নায়িকা কবরীকে আরশি নগর সিনেমায় ধর্ষণ করেছি। সিনেমার নায়ক ছিলেন ফারুক। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত খান আতাউর রহমান। আগের সিনেমার ধর্ষনের দৃশ্যগুলো বাজে ভাবে করতে হতো। ধস্তাধস্তি করতে হত। নায়িকা চিৎকার দিয়ে বলতো ছেড়ে দে শয়তার ছেড়ে দে। এমন নেটেভি চরিত্রে অভিনয় করে রাস্তায় বের হলে মানুষ কেমন বাঁকা ভাবে দেখতো, খুব লজ্জা লাগতো।
বর্তমানে নতুন কোনো সিনেমায় অভিনয় করেছেন…
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর একটি চলচ্চিত্রে কাজ করেছি। সিনেমার নাম ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কথাশিল্পী মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য অবলম্বনে মুভিটি তৈরি হয়েছে। মনে হয় এবছরই মুক্তি পাবে।
আপনার জন্ম ও পড়া শোনা…
আমার জন্ম রাজশাহী। এখানেই বেড়ে ওঠা, পড়া শোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে বাংলায় মাস্টার্স পাশ করেছি।
অভিনয়ে এলেন কিভাবে…
ছোটবেলা থেকেই অভিনয়ে। স্কুল-কলেজের নাটক পরিচালনা করতাম, অভিনয়ও করতাম। নাটক গান করতাম, তবে প্রপারওয়েতে অভিনয় শুরু হয় কলেজ লাইফ থেকে অডিশনের মাধ্যমে। রাজশাহী কলেজে একটি নাটক হবে, আমাকে আনিসুর রহমান স্যার (প্রিন্সিপাল) অডিশনে ডাকলো। ৪০ জন অডিশন দিলাম। আমার অভিনয় দেখে সবাই হাততালি। আমাকে সিলেকশন করলো। নাটকের নাম ছিল ‘আদি ভৌতিক’ কেন্দ্রীয় চরিত্র করে বেশ প্রশংসা পেলাম। এইতো যতদিন রাজশাহীতে ছিলাম আমাকে ছাড়া একটি নাটকও হতো না। নানা জায়গা থেকে হায়ার করে নিত অভিনয় করতে। আমি ১৯৬৪ সাল থেকে অভিনয়ে। আমি বর্তমানে বাংলাদেশ থিয়েটার-এর সভাপতি। এখানকার সিরাজ যখন সিরাজউদদৌলা, সি মোড়ক ছাড়াও রঙ্গনা নাট্যগোষ্ঠীর আলো একটু আলোসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি।
রেডিওর কথা বলেন…
১৯৭৩ সালে আমর রেডিওতে চাকরি হয়। রেডিওর প্রায় ১৬০০শত নাটকে আমি অভিনয় করেছি। আমি রূপালী পর্দার ভিলেন হলেও রেডিওর প্রায় নাটকে হিরো ছিলাম। সুখী সংসার, বসীর সাহবের সংসারসহ জনপ্রিয় অসংখ্য নাটকে অভিনয় করেছি।
টেলিভিশনে….
১৯৭৫ সালে আমি টেলিভিশন নাটকে কাজ শুরু করি। বিটিভির শিশুদের হাসির সিরিয়াল জুই জোনাকী, হিরামন,সহ অনেক নাটকে কাজ করেছি। টেলিভিশনে সব মিলিয়ে ৬০০শত নাটকে অভিনয় করেছি।
আপনার জীবনের শ্রেষ্ঠ নাটক কোনটি…
দুটি নাটককে আমার জীবনের শ্রেষ্ঠ নাটক বলবো। একটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী। এ নাটকের প্রধান একটি চরিত্র বড় সর্দার, চরিত্রটি খুব সফলতার সঙ্গে করেছিলাম। আর এ নাটকে সুযোগ দিয়েছিল বিখ্যাত অভিনেতা গোলাম মোস্তফা । আমরা তাকে চাঁদভাই বলে ডাকতাম। তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে ডেকে ঢাকায় এনে কাজ দিয়েছেন। এ নাটকের আরো একটি বড় বিষয় দেশের বিখ্যাত কয়েকজন্ অভিনেতা মাসুদ আলা খান, জামাল উদ্দীন, মো. জাকারিয়া, দিলশাদ খানম লায়লাসহ অনেকের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। এছাড়া প্রয়াত আতিকুল হক চৌধুরীর কাবলীওয়ালা নাটকের নাম ভুমিকায় অভিনয় করে ব্যপক প্রশংসিত হয়েছি।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আপনি নিয়মিত অভিনেতা, কেমল লাগছে…
ইত্যাদি প্রথম প্রচার হয় ১৯৮৯ সালে। সেই সময় থেকে আজও আছি। আজ প্রায় ৩০ বছর হল ইত্যাদির। কোয়ালিটির কারণে ইত্যাদি এখনো জনপ্রিয়তার শীষে। এই অনুষ্ঠানে সংযুক্ত থাকতে পেরে ধন্য।
নিজ পরিবার নিয়ে বলেন…
আমার দুই মেয়ে ও আমার স্ত্রীকে নিয়ে আামর সংসার। দু মেয়েই মিডিয়ায় কাজ করেন।
আগামীর ভাবনা কি…
অনেক নাটক পরিচালনা করেছি।অভিনয় করেছি, ইচ্ছে আছে একটি মুক্তিযুদ্ধের ওপর সিনেমা নির্মাণ করার। গল্প গোছাচ্ছি দেখি কি করা যায়।
ওমেন বাংলাদেশ/বিএইচ