নারায়ণগঞ্জে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি শাখায় আগুন লেগে একজন নিরাপত্তাকর্মী মারা গেছেন।
রোববার ভোরে নগরীর টানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মালিকানাধীন ১০ তলা বিপণি বিতান ‘পদ্মা সিটি প্লাজা-১’ এর তৃতীয় তলায় ইউসিবির নারায়ণগঞ্জ শাখায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটে।
খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে ব্যাংকের ভেতরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে ব্যাংকের ভেতরের সব আসবাবপত্র পুড়ে গেছে।




















