পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের চাপায় ফুল আরা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার সকালে বোদা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুল আরা উপজেলার সর্দরপাড়া এলাকার আজিমুদ্দিনের স্ত্রী।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বোদা বাইপাস সড়কে ধান শুকাতে দেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




















