গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ৮টার দিকে ডাইনকিনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের সিরাজগঞ্জের কামারখন্দ থানার মেঘাই বর্ধঘাট এলাকার গোলবার হোসেনের ছেলে। কালিয়াকৈরের লতিফপুর বটতলা এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন।
নিহতের সহকর্মী মো. আব্দুর রাজ্জাক জানান, কাদের কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। সকালে ডাইনকিনি এলাকায় একটি ময়লার ড্রেন পরিষ্কার করতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।




















