সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক আরোহী আহত হন।
রবিবার বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী কড্ডা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। তারা ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে পৌঁছালে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী ও পুরুষ আরোহী মারা যান। অপর পুরুষ আরোহী গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




















