০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নাটোরে ১০ বছরের শিশু নির্যাতনের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে রানা (১০) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চর পাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে শাহিনের সাথে কেরাম খেলতে গেলে রনিকে ধরে নিয়ে গিয়ে ঘরে আটকে মারপিট করে। ওই সময় প্রতিবেশীরা এসে রানাকে উদ্ধার করে সন্ধ্যায় গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দিন মজুর সাইফুল ইসলামের ছেলে রানা মশিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় রবিবার প্রতিবেশী ইয়ারুল ও স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে শিশুটির বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। নির্যাতিত শিশু রানা গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শিশুটির বাবা সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে ঘরে আটকে ইয়ারুল ও তার স্ত্রী খুন করার উদ্দেশ্যে মারপিট করে। প্রতিবেশীরা জানতে না পারলে তার ছেলেকে খুন করে লাশ গুম করতো বলেও দাবি করেন তিনি।

চিকিৎসক জানায়, শিশু রানার মাথায় গুরুতর জখম রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নাটোরে ১০ বছরের শিশু নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ০৪:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭

নাটোরের গুরুদাসপুরে রানা (১০) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চর পাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে শাহিনের সাথে কেরাম খেলতে গেলে রনিকে ধরে নিয়ে গিয়ে ঘরে আটকে মারপিট করে। ওই সময় প্রতিবেশীরা এসে রানাকে উদ্ধার করে সন্ধ্যায় গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দিন মজুর সাইফুল ইসলামের ছেলে রানা মশিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় রবিবার প্রতিবেশী ইয়ারুল ও স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে শিশুটির বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। নির্যাতিত শিশু রানা গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শিশুটির বাবা সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে ঘরে আটকে ইয়ারুল ও তার স্ত্রী খুন করার উদ্দেশ্যে মারপিট করে। প্রতিবেশীরা জানতে না পারলে তার ছেলেকে খুন করে লাশ গুম করতো বলেও দাবি করেন তিনি।

চিকিৎসক জানায়, শিশু রানার মাথায় গুরুতর জখম রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।