রাজধানীর আফতাবনগরে মানব পাচারকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব। এ সময় ১৩ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে মানব পাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে আফতাবনগরে দুই নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালানো হচ্ছে। ওই বাসা থেকে বিদেশে পাচারের অপেক্ষায় থাকা ১৩ জন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম।
ওমেন বাংলাদেশ/বিএইচ
















