গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় দুটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুটি গুদামে থাকা ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। রবিবার রাত সোয়া ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে সোমবার সকাল পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রবিবার রাতে দেওলিয়াবাড়ি এলাকায় মাহফুজ ও উজ্জল মিয়ার মালিকানাধীন দুটি ঝুট গুদামে আগুন লাগে। কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। পরে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার চেষ্টায় সোমবার সকাল ৯টার দিকে আগুন নেভানো হয়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গুদামে থাকা ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।




















