নারায়ণগঞ্জের রূপগঞ্জে জহির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহির হোসেন দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, জহির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। বুধবার সকালে অভিযান চালিয়ে তারাব পৌরসভার নোয়াপাড়া খেয়াঘাট এলাকায় গাঁজা বিক্রি করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















