০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

ম্যানহোলের ঢাকনা চোরকে নির্বাচিত হতে দেবো না

ড. বেনজীর আহমেদ

ছিনতাইকারী ও ম্যানহোলের ঢাকনা চোর যাতে নির্বাচিত হতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি বলেছেন, যেসব প্রার্থীরা মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে বিশেষ নজর দেবো। প্রতিটি কেন্দ্রে র‌্যাবের মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া হেলিকপ্টার, ড্রোন ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল চারটায় রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে র‌্যাবের নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব মহাপরিচালক।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার এতো বছর পরেও অপরাধীদের নির্বাচনে লড়তে দেখি। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো। ঢাকায় ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবে না।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

লেনদেন স্বাভাবিক, টাকা তুলতে পারছেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা

ম্যানহোলের ঢাকনা চোরকে নির্বাচিত হতে দেবো না

প্রকাশিত : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০

ছিনতাইকারী ও ম্যানহোলের ঢাকনা চোর যাতে নির্বাচিত হতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

তিনি বলেছেন, যেসব প্রার্থীরা মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে বিশেষ নজর দেবো। প্রতিটি কেন্দ্রে র‌্যাবের মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া হেলিকপ্টার, ড্রোন ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল চারটায় রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে র‌্যাবের নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব মহাপরিচালক।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার এতো বছর পরেও অপরাধীদের নির্বাচনে লড়তে দেখি। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো। ঢাকায় ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবে না।

বিজনেস বাংলাদেশ/বিএইচ